Saturday, August 2, 2025

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার

আরও পড়ুন

সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই মধ্যরাতে সমকামিতার অভিযোগ তুলে কয়েক শিক্ষার্থীকে সহপাঠীরা আটক করলে তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়। এক পর্যায়ে গত মঙ্গলবার পাঁচজনকে হল থেকে বহিষ্কার করা হয়। এর পর সমকামিতার সঙ্গে সম্পৃক্ত এমন আরও কয়েকজনের নাম বেরিয়ে আসলে বৃহস্পতিবার আরও দুজনকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াতের সমাবেশে ৬ হাজার স্বেচ্ছাসেবক, দেওয়া হচ্ছে যেসব নির্দেশনা

তিনি বলেন, তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ