Wednesday, July 30, 2025

টঙ্গীতে আগুনে পুড়লো তুলার গোডাউন

আরও পড়ুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কারখানা এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী চেরাগআলী এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউন ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা তৎপরতা চালিয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা ২৭ বলা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না: জামায়াত আমীর

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে টঙ্গী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তুলার আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ করতে সময় লাগে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ