Saturday, August 2, 2025

মাইলস্টোন কলেজে নিহতের সংখ্যা ২৭ বলা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না: জামায়াত আমীর

আরও পড়ুন

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সংখ্যা ২৭ জন বলে ঘোষণা করা হচ্ছে—এটা আমি বিশ্বাস করি না।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমার বিশ্বাস ও ধারণা, নিহতের সংখ্যা এর চেয়েও আরও বেশি হবে। হয়তো সত্য একদিন আমরা জানব ইনশাআল্লাহ। তারা তাদের মা-বাবার বুকের খাঁচা ভেঙে চলে গেছে। এ সন্তানরা তাদের মা-বাবার বুকে আর আসবে না। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন। যারা আহত হয়েছেন, তাদের শেফায়া কুল্লিয়া দান করুন। ইতোমধ্যে আমাদের দলের স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ঘোষণা দিয়েছি—সীমিত সামর্থ্যের মধ্যে যার যেখানে যা লাগবে, আমরা দেব। অর্থ লাগলে অর্থ দেব, শ্রম লাগলে শ্রম, রক্ত লাগলে রক্ত দেব। আমাদের ভাইয়েরা প্রস্তুত রয়েছে। আল্লাহ যেন আমাদের এ খেদমতের জন্য কবুল করেন। নিহতদের পরিবার ও আহতদের পাশে সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন, অভিযুক্ত জামায়াত নেতা

তিনি বলেন, ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম, অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তার তিনটি ছেলে ও একটি ছোট মেয়ে রয়েছে—আমরা চাই, তারা আগের চেয়ে ভালো থাকুক। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। পরিশেষে, এই আগামী নির্বাচনে আমার পাশে দাঁড়িয়ে থাকা আবু (তালেব মন্ডল)–কে সব দিক দিয়েই আপনারা সহযোগিতা করবেন।

জামায়াতের আমীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে বলেন, আল-কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজদের অস্তিত্বও দেশে থাকতে দেব না।

আরও পড়ুনঃ  ছাত্রলীগের তাণ্ডব: গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধের আহ্বান ইশরাকের

অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে বলে তিনি বলেন, “লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে।” তিনি আরও বলেন, “আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ের মতো দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল হই—আমার জন্য দোয়া করবেন। জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।”

এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানে কবর জিয়ারত করেন। পরে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস. এম. সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ