বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়েরকৃত মামলায় সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর পল্টন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, মাহবুবুল আলম বাচ্চু পাবনা জেলার সাঁথিয়া থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারায় রুজুকৃত মামলার তদন্তে অভিযুক্ত। মামলাটি সাঁথিয়া থানায় ১০ মার্চ দায়ের করা হয় (মামলা নম্বর-১৮)। সাঁথিয়া থানার অনুরোধে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও জানা গেছে, গ্রেপ্তারকৃত মাহবুবুল আলমের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।