এক ফোটা বীর্য (স্পার্ম) তৈরি হতে সাধারণত ৬৪ থেকে ৭৪ দিন সময় লাগে। এই সময়কে বলে Spermatogenesis — অর্থাৎ শুক্রাণু তৈরির প্রক্রিয়া।
তবে এখানে কয়েকটি ধাপ আছে:
1. টেস্টিসে শুক্রাণু তৈরি হয় – এই ধাপেই সবচেয়ে বেশি সময় লাগে (৬৪–৭৪ দিন)।
2. এরপর শুক্রাণু এপিডিডাইমিস (epididymis) নামক অঙ্গ দিয়ে যেতে যেতে পরিপক্ব হয় – এতে আরও কয়েক দিন লাগে।
3. এরপর সেটি বীর্যের অংশ হিসেবে বাইরে নির্গত হয়।
সংক্ষেপে:
১ ফোটা বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে।
প্রতিটি শুক্রাণু তৈরিতে প্রায় ২.৫ মাস সময় লাগে।
তবে মানবদেহে প্রতিনিয়ত এই প্রক্রিয়া চলতে থাকে, তাই পুরুষের শরীরে প্রতিনিয়তই নতুন শুক্রাণু তৈরি হচ্ছে।
আপনার মতামত লিখুনঃ