Saturday, August 2, 2025

শহীদের আত্মত্যাগ বিক্রি করে ফায়দা লুটছে জামায়াত: মির্জা আব্বাস

আরও পড়ুন

রাজধানীর নয়াপল্টনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর নয়াপল্টনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া
জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে জামায়াত ইসলামী রাজনৈতিক ফায়দা লুটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আরও পড়ুনঃ  ' ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পাঁয়তারা করবেন, এই চিন্তা কখনও করেন না। একটি নির্বাচন দেন তাড়াতাড়ি, দিলে যেটি হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যে।’

আরও পড়ুনঃ  দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন: তারেক রহমান

সমাবেশে মির্জা আব্বাস বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের সমপর্যায়ের বলে তুলে ধরার চেষ্টা চলছে। কয়েকটি দল পরিকল্পিতভাবে বিএনপির সাথে সংঘর্ষে জড়াতে চাইছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

নির্দিষ্ট দলের প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে দমনের পরিকল্পনা চলছে। তবে যারা বিএনপিকে ধ্বংস করে ক্ষমতায় যেতে চায়, তাদের সে ইচ্ছা কোনোদিন পূর্ণ হবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

এ সময় বিএনপির এ নেতা জানান, বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়— ভোটের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় তার দল।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না: নাসির উদ্দিন

সমাবেশ শেষে মৌন মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে রামপুরা গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ