নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া
সরকারকে শিক্ষার্থীদের বিরুদ্ধে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীতে এনসিপির আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের এই আহ্বান জানান তিনি।
বিকেলে আসরের নামাজের পর নোয়াখালী জেলা মডেল মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ছাড়াও দলটির কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শেষে নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘স্টুডেন্টরা দাবি তুলেছে আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। সাথে সাথে আমরা গতকালকে রাত থেকে দেখলাম একটা অনাহুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে, আমরা তাদের সাথে সংহতি জানিয়েছিলাম এবং আগামীকালকেও পরীক্ষা স্থগিত। কিন্তু আমরা বর্তমান সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা সেদিকে যায় তাদের সাথে আমাদের ওইদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো, সেগুলো তদন্ত সাপেক্ষে মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’